হাসিনা-মোদি বৈঠকে ৩টি সমঝোতা স্মারক সই

মোঃ আঃ রহিম জয় চৌধুরী প্রকাশিত: ৯ সেপ্টেম্বর , ২০২৩ ১৫:৫৭ আপডেট: ৯ সেপ্টেম্বর , ২০২৩ ১৫:৫৭ পিএম
হাসিনা-মোদি বৈঠকে ৩টি সমঝোতা স্মারক সই

নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এর আগে সন্ধ্যায় এই বৈঠক শুরু হয়। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈঠকে কৃষি গবেষণা ও শিক্ষা সহযোগিতা, শিক্ষা, কৃষি, সংস্কৃতি নিয়ে তিন দফা সমঝোতা স্মরক সই হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন নরেন্দ্র মোদি।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরে ভারতের সঙ্গে তিনটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা। এতে থাকবে সাংস্কৃতিক বিনিময় চুক্তি, যা ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বাড়ানো হতে পারে। সেই সঙ্গে ভারতের এনপিসিআই ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে নেটওয়ার্ক-টু-নেটওয়ার্ক সংযোগের মাধ্যমে রুপি ও টাকা পারস্পরিক লেনদেন সহজ করার সমঝোতা হবে।

এই বিভাগের আরোও খবর

Logo