সোনারগাঁয়ে আন্তজেলা গরু চোর চক্রের দুই সদস্যসহ আটক -৪

নূর নবী জনি প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী , ২০২৫ ১৭:৫৪ আপডেট: ২৪ ফেব্রুয়ারী , ২০২৫ ১৭:৫৪ পিএম
সোনারগাঁয়ে আন্তজেলা গরু চোর চক্রের দুই সদস্যসহ আটক -৪
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্তজেলা গরু চোর চক্রের দুই সদস্যসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্তজেলা গরু চোর চক্রের দুই সদস্যসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী। এর আগে রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায়  অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা গরু চোর জাহাঙ্গীর সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মান্দার পাড়া গ্রামের আম্বর আলীর ছেলে ও গরু চোর জোবায়ের একই এলাকার মোহাম্মদ হানিফ মিয়ার ছেলে ।এছাড়াও আরো দুজন ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক করা হয়। এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত চোরদের বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরির একাধিক মামলা রয়েছে। তাছাড়া আরো দুজন ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক করে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য জেলা হাজতে প্রেরণ করা হয়েছে । 

এই বিভাগের আরোও খবর

Logo