সরকারি এমএম কলেজে তারণ্যের উৎসবে আয়োজন করা হয় পিঠা উৎসবের

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২১ জানুয়ারী , ২০২৫ ১৮:১৬ আপডেট: ২১ জানুয়ারী , ২০২৫ ১৮:১৬ পিএম
সরকারি এমএম কলেজে তারণ্যের উৎসবে আয়োজন করা হয় পিঠা উৎসবের
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে তারণ্যের উৎসব উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগানে সোমবার কলেজ মাঠে আয়োজন করা হয় এ উৎসবের।

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে তারণ্যের উৎসব উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হয়। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগানে সোমবার কলেজ মাঠে আয়োজন করা হয় এ উৎসবের। এ উৎসবের শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠে। তাদের মাঝে জেকে উঠে যেন প্রাণের স্পন্দন। কলেজ মাঠে ছিল শিক্ষার্থীদের ঢল। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে পিঠা উৎসবের উদ্বোধন করে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবীর। তিনি বলেন জুলাই-আগস্টের বিপ্লবের মধ্যদিয়ে এক নতুন বাংলাদেশে সৃষ্টি হয়েছে।  তরুনরাই আন্দোলনে প্রাণ ও বুকের রক্ত দিয়ে দেশ থেকে ফ্যাসিবাদদের বিতারিত করে দেশ স্বাধীন করেছে। তারণ্যের গতি ধরে রাখা জন্য এ উৎসবের আয়োজন করা। তারুণ্যের এ চেতনাকে প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। তারুণ্যের উৎসবের মধ্যদিয়ে সাংস্কতিক উৎসব তুলে ধরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদক সম্পাদক প্রফেসর আখতার হোসেন। পিঠা উৎসব উদযাপন কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক মহাসীন হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব কামরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত আন্দোলনের মূখ্যপাত্র ফাহিম আল ফাত্তাহ, ছাত্র শিবিরের সভাপতি আশিকুর রহমান ইমন প্রমুখ। পরিচালনা করেন সহযোগী অধ্যাপক বিধান ভদ্র। পিঠা উৎসবের কলেজ মাঠে ২২টি স্টল বসানো হয়। স্টলগুলোতে পাখন, দুধকুল, মাশরুম, ভাজাকুলি, ভাপা, হৃদয়হরণ পিঠাসহ ৫০ রকমের পিঠা সাজানো ছিল। সেই সাথে জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছবি টাঙ্গানো ছিল।


এই বিভাগের আরোও খবর

Logo