গত শুক্রবার ভোরে এই ঘটনায় অন্তত ১০টা বাড়ি ভাঙচুর ও ১০/১৫ জন আহত হয়েছে। আহতদের এক জনকে ঢাকা ও ৩ জনকে মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শরিফুলের পিতা বিএনপি নেতা সিংড়া খাড়া পাড়ার শেখ মোঃ আকবর হোসেন,ও তার শ্যালক বাবলু মোল্লা, গোলাম মওলা সহ অনেকেই বলেন ,গতকাল শরিফুলকে চেয়ারম্যান এনামুল হক রাজা, মেম্বার রাজাগাজীর নেতৃত্বে হত্যা করেছে । আজ তারাই খুব ভোরে সঙ্ঘবদ্ধ হয়ে আমাদের বাড়িতে হামলা করে। এ সময় প্রথমে শরিফুলের শ্যালক মনিরামপুরের জিয়াউর রহমান কে বেদম মারধর করে। এ সময় শেখ আকবর হোসেন ডান হাতে আঘাত পায়। পরে ডহড় সিংড়া গ্রামে যেয়ে সাবেক মেম্বার বাবলু মোল্লা ,গোলাম মাওলার বাড়িসহ প্রায় দশটা বাড়ি ভাঙচুর, ও লুটপাট করে। এ সময় অন্তত নারী-পুরুষ সব ১৫ জন আহত হয়। এদের মধ্যে জিয়াউর কে ঢাকা হাসপাতাল ও অন্যান্যদের মগুরা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।