ভোলায় রাস্ট্র সংস্কারের দাবিতে ও বি এন পি এর ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছে জিয়া মঞ্চ

মোঃ মাকসুদ আলম প্রকাশিত: ১৩ জানুয়ারী , ২০২৫ ১৩:০৭ আপডেট: ১৩ জানুয়ারী , ২০২৫ ১৩:০৭ পিএম
ভোলায় রাস্ট্র সংস্কারের দাবিতে ও বি এন পি এর ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছে জিয়া মঞ্চ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ভোলায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছে জিয়া মঞ্চ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ভোলায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছে জিয়া মঞ্চ। কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অনুযায়ী শনিবার সকালে ভোলা জেলা বিএনপির কার্যলয়ের সামনে থেকে শুরু লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন, ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর। পরে সদর রোডের বিভিন্ন পয়েন্ট এই লিফলেট বিতরন করা হয়। এসময় তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে শহীদ জিয়ার ১৯ দফা স্বনির্ভরতা এনে দিয়েছিল। আর তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা হবে। তাছাড়া আগামী দিনে অবাধ নির্বাচনে জয়ী হলে, গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করে রূপরেখা বাস্তবায়ন করা হবে বলে জানান।

এই বিভাগের আরোও খবর

Logo