বঙ্গবন্ধুর জন্মদিনে রায়পুর প্রেসক্লাবের আলোচনা ও ইফতার মাহফিল

মোঃজহির হোসেন প্রকাশিত: ১৮ মার্চ , ২০২৪ ১৫:৩৭ আপডেট: ১৮ মার্চ , ২০২৪ ১৫:৩৭ পিএম
বঙ্গবন্ধুর জন্মদিনে রায়পুর প্রেসক্লাবের আলোচনা ও ইফতার মাহফিল
লক্ষ্মীপুরের রায়পুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পর্যায়ক্রমে উদযাপিত হয়েছে।

লক্ষ্মীপুরের রায়পুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায়  পর্যায়ক্রমে উদযাপিত হয়েছে।


রায়পুর প্রেসক্লাব সকল সদস্যের উপস্থিতিতে জরুরী সভা ইফতার মাহফিল কোরআন তেলাওয়াত ও দোয়া আয়োজন করেন।
প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালী এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম আর সুমনের সঞ্চালনায় পরিচালনা করা হয় ইফতার  মাহফিল।


এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, বঙ্গবন্ধুকে নিয়ে বক্তৃতা, কোরআন খতম, আলোচনা সভা এবং শিশুদের নিয়ে মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।এই আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন এর  সভাপতিত্বে  বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, প্রকৌশলী আক্তার সুমন মুন্সি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল হক, সিনিয়র মৎস কর্মকর্তা মো: এমদাদুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাঈনুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরোও খবর

Logo