কেন্দুয়ায় দুই সংবাদকর্মী পেলেন আর্থিক অনুদান

কোহিনূর আলম প্রকাশিত: ২৫ ডিসেম্বর , ২০২৪ ১৬:২৩ আপডেট: ২৫ ডিসেম্বর , ২০২৪ ১৬:২৩ পিএম
কেন্দুয়ায় দুই সংবাদকর্মী পেলেন আর্থিক অনুদান
নেত্রকোণার কেন্দুয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য সচিব ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ড. রফিকুল ইসলাম হিলালী দুই সাংবাদিককে দিলেন আর্থিক অনুদান ।

নেত্রকোণার কেন্দুয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য সচিব ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ড. রফিকুল ইসলাম হিলালী দুই সাংবাদিককে দিলেন আর্থিক অনুদান ।মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ড. রফিকুল ইসলাম হিলালীর একান্ত উদ্যোগে কেন্দুয়া প্রেসক্লাবে এ আর্থিক অনুদান প্রদান করেন তিনি । দুই সংবাদকর্মীর একজন হলেন, কেন্দুয়া প্রেসক্লাবের  প্রচার ও প্রকাশনা সম্পাদক , দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি, সাংবাদিক, নাট্যকার ও অভিনেতা রাখাল বিশ্বাস । অন্যজন হলেন, দৈনিক মানবকন্ঠের কেন্দুয়া উপজেলা প্রতিনিধি মোঃ রুকন উদ্দিন । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান মজনু, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, যুগ্ম সাধারণ আবু বকর ছিদ্দিক, অর্থ সম্পাদক মতিউর রহমান, পাঠাগার সম্পাদক মোঃ আব্দুল্লাহ, অবসরপ্রাপ্ত উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ও সমাজ সেবক ডাঃ মুখলেছুর রহমান ও অন্যান্য সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, গত ২১ নভেম্বর বিকালে হাজী ক্যাম্পের বিপরীতে ব্রাক লার্নিং সেন্টারে বাংলাদেশ হেলথ ওয়াচ এর স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শেষে ঢাকা এয়ারপোর্ট থেকে মাইক্রোবাসে ময়মনসিংহের উদ্দেশ্যে আসার পথে  জয়দেবপুরের ভবানীপুরের কাছাকাছি নিরিবিলি জায়গায় এসেই মাইক্রোবাসে ড্রাইভারসহ আগে থেকেই থাকা মোট চার (৪) জন স্কচ টেপ দিয়ে তাদের চোখ, মুখ ও হাত-পা বেঁধে ফেলে এবং তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, হাত ঘড়ি, স্বর্ণ ও রূপার আংটি ছিনিয়ে নেয় । এরপর শুরু হয় মুক্তিপণের জন্যে বিভিন্ন কৌশল, শারীরিক ও মানসিক নির্যাতনের স্টিম রোলার এবং অবশেষে মুক্তিপন নিয়ে তাদের মুক্তি দেয়া হয় । তারপর ময়মনসিংহ মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে ভোর রাতে কেন্দুয়ায় এসে পৌঁছাতে সক্ষম হোন তারা ।

এই বিভাগের আরোও খবর

Logo