৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার সকালে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর জেলা প্রশাসন, সৃবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়নের উদ্যোগে এ অনষ্ঠানের আয়োজন করা হয়।
৫২তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার সকালে যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর জেলা প্রশাসন, সৃবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়নের উদ্যোগে এ অনষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বিশেষ অতিথি র বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ।
জেলা সৃবায় ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার এস ুমঞ্জরুল হক, আররান আর্টজেম সমবায় সমিতির সম্পাদক আব সেলিম রানা, জেলা মৎস্য জীবি লীগের সভাপতি আবু তোহা, সমবায় উন্নয়ন উন্নয়ন ব্যাংক লিমিটেডের সভাপতি আহাদু ইসলাম, বঙ্গমাতা মিহলা সমবায় সমিতির সভাপতি মানবী বিশ্বাস, যশোর সমবায় ব্যাংকের ম্যানজার সাইদুর রহমান প্রমুখ। পরিচালনা করেন সদর উপজেলা সমবায় অফিসার রনজিৎ কুমার দাশ। এর আগে কালেক্টরেট চত্বর থেকে র্য্যালি বের করা হয়। এটি জিলা স্কুলে এসে শেষ হয়।