আপনাকে সম্মানের সাথে বিদায় জানাতে চাই- সরকারের উদ্দেশ্যে আহমেদ আজম খান

মোঃ সাজেদুর রহমান প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১৭:৩২ আপডেট: ২৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১৭:৩২ পিএম
আপনাকে সম্মানের সাথে বিদায় জানাতে চাই- সরকারের উদ্দেশ্যে আহমেদ আজম খান
বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান ড.ইউনুসের উদ্দেশে বলেন, ‘আপনি নোবেল বিজয়ী, ফখরুদ্দিনের মতো আপনাকে অপমানজনকভাবে বিদায় করতে চাই না। আপনাকে সম্মানের সঙ্গে বিদায় জানাতে চাই।’

বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান ড.ইউনুসের উদ্দেশে বলেন, ‘আপনি নোবেল বিজয়ী, ফখরুদ্দিনের মতো আপনাকে অপমানজনকভাবে বিদায় করতে চাই না। আপনাকে সম্মানের সঙ্গে বিদায় জানাতে চাই।’ তাই নির্বাচন দিন নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করুন।তিনি সরকারের আইন-শৃঙ্খলার অবনতির কথা উল্লেখ করে বলেন, ‘এখন সারাদেশে চুরি,  ডাকাতি রাহাজানিতে ভরে গেছে। নির্বচিত সরকার ছাড়া গনতন্ত্র,ন্যাযবিচার, মানবাধিকার কোনটাই প্রতিষ্ঠিত হবেনা তাই অবিলম্বে নির্বাচন চাই, নির্বাচন চাই দেশের জন্য দেশের জনগনের জন্য । 
দেশের পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এবং অবিলম্বে জাতীয় নির্বাচন প্রয়োজন। তিনি দাবি করেছেন, সরকারের ব্যর্থতার কারণে আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা বাড়ছে। এড. আযম খান আরো বলেন, ‘‘বাজারে দ্রব্যমূল্যের অগ্নিমূল্য, চুরি, সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বেড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত নির্বাচন আয়োজন জরুরি।’’ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
এড. আহমেদ আযম খান তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে বলেন, ‘‘এই সরকার ও এর বাইরে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বলছে, ‘নির্বাচন নয়, সংস্কার’। কিন্তু যদি সংসদ না থাকে, সংস্কারের বৈধতা কে দেবে?’’ তিনি আরো বলেন, ‘‘একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, তা করে নির্বাচন দিন। নির্বাচন পেছানোর চেষ্টা করবেন না। তিনি আরো বলেন, ‘গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ পালিয়ে গেছে। সেই অভ্যুত্থানের মহানায়ক ছিলেন তারেক রহমান। আজও দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার নিয়ে রাজপথে কথা বলতে হচ্ছে।’’ তিনি বলেন, ‘‘আমরা, বিএনপি এবং দেশের জনগণ চাই, দ্রুত নির্বাচন হোক। সরকার প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা নিক।’ এ সমাবেশে জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য কাজী গোলাম মোর্শেদ, বিএনপির নেতা আব্দুল আজিজ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, যুগ্ম আহবায়ক দাউদার মাহমুদ,বাবুল চৌধুরী  প্রমুখ।

এই বিভাগের আরোও খবর

Logo