স্কুল ফিডিং কর্মসূচি থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাম বাদ পড়ার প্রতিবাদে এবং দ্রুত অন্তর্ভুক্তির দাবিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন।বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে ফুলবাড়ী উপজেলা পরিষদ প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় নেতারা অংশ নেন।সম্প্রতি সরকার ১৫০টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু করলেও কুড়িগ্রামের ফুলবাড়ী ও উলিপুর উপজেলা এ তালিকায় স্থান পায়নি। যদিও জেলার সাতটি উপজেলা এ কর্মসূচির আওতায় এসেছে, তবুও নদীবেষ্টিত ও অনগ্রসর ফুলবাড়ী, ও উলিপুর উপজেলা বাদ পড়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। যেহেতু কুড়িগ্রাম জেলা নব চেযে দরিদ্রকস জেলা তার মধ্যে উলিপুর ও ফুলবাড়ী উপজেলা দরিদ্র এবং নদী বেষ্টিত একটু বর্ষা হলেই বন্যা, আর একটু খরা হলে কৃষি খাতে প্রভাব পড়ে। ফলে সারারন জনগনকে আভাবের মধ্যে দিনাতিপাত করতে হয, যার ফলে সময় মতো বা্চ্চাদের খাবার দিতে জিমসিম খেতে হয পরিবার প্রধানের তার বাচ্চার স্কুলের বদলে পরিবারে সাহায্যের জন্য কাজ খোজে। দক্ষিণ কুটিচন্দ্রখানা জেলেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, “ফুলবাড়ীকে অবিলম্বে এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত না করলে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে।” বক্তৃতা দেন নাওডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদা খন্দকার, দক্ষিণ মরানদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, রোশন শিমুলবাড়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান হাসু, ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা বেগম প্রমুখ।মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়