মেহেরপুরে অতিরিক্ত তাপদাহে থেকে জীবন বাঁচাতে বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ

জাহিদ হাসান প্রকাশিত: ২৮ এপ্রিল , ২০২৪ ০৭:১১ আপডেট: ২৮ এপ্রিল , ২০২৪ ০৭:১১ এএম
মেহেরপুরে অতিরিক্ত তাপদাহে থেকে জীবন বাঁচাতে বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ
প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মেহেরপুরের জনজীবন। তপ্ত রোদে হাহাকার চারিদিক। প্রকৃতির বুক চিরে বের হচ্ছে গরম হাওয়া। এ অবস্থা রক্ষা পেতে বৃষ্টি কামনায় সালাতুল ইসতেসকার আদায় করেছেন মেহেরপুরের মুসল্লিরা। আল্লাহ তায়ালার নিকট রহমতের বৃষ্টি চেয়ে ইসতেসকার সালাত আদায় শেষে মোনাজাতের মাধ্যমে অঝোরে কাঁদলেন মুসল্লিরা।

প্রচন্ড তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মেহেরপুরের জনজীবন। তপ্ত রোদে হাহাকার চারিদিক। প্রকৃতির বুক চিরে বের হচ্ছে গরম হাওয়া। এ অবস্থা রক্ষা পেতে বৃষ্টি কামনায় সালাতুল ইসতেসকার আদায় করেছেন মেহেরপুরের মুসল্লিরা। আল্লাহ তায়ালার নিকট রহমতের বৃষ্টি চেয়ে ইসতেসকার সালাত আদায় শেষে মোনাজাতের মাধ্যমে অঝোরে কাঁদলেন মুসল্লিরা।


শনিবার সকাল সাড়ে ৯ টার সময় জেলা ইমাম সমিতির আয়োজনে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে সালাতুল ইসতেসকার সালাত ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দুই রাকাত নামাজ শেষে খুতবা পাঠ করে গুনাহ মাফের জন্য তওবা পড়ানো হয় মুসল্লিদের। এর পরে বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন মুসল্লিরা। আল্লাহর কাছে স্বস্তির পানি চেয়ে চোখের পানি ফেলেন অনেকে। এসময় কান্নাকাটি করে আল্লাহর কাছে রহমতের বষর্ণ এবং বিশ^ মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়।


ইসতেসকার সালাত পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম। দোয়া পরিচালনা করেন হোটেল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মওলানা রোকনুজ্জামান। এসময় হাদিস ও কোরআন থেকে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ শফিকুল  ইসলাম। সালাতুল ইস্তেস্কার সালাত ও দোয়ার অনুষ্ঠানে মেহেরপুরের আলেমসমাজ সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এদিকে প্রচন্ড গরমের মাঝে তৃষ্ণা নিবারণের লক্ষ্যে মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে নামাজে অংশগ্রহণকারী মুসল্লি ও পথচারীদেও মাঝে শরবত বিতরণ করা হয়েছে।


মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান উপস্থিত থেকে শরবত বিতরণ করেন। শরবত বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে শেখ মোমিন, রাশেদুজ্জামানসহ মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo