সোনারগাঁয়ে বিলের মধ্যে থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার

নূর নবী জনি প্রকাশিত: ১৪ জানুয়ারী , ২০২৫ ১৪:৪০ আপডেট: ১৪ জানুয়ারী , ২০২৫ ১৪:৪০ পিএম
সোনারগাঁয়ে বিলের মধ্যে থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে একটি বিলের ঝোপের মধ্যে থেকে মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে একটি বিলের ঝোপের মধ্যে থেকে মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলা উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়। নিহত মনির হোসেন উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত সিরাজের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা জানাযায়, মনির হোসেনের স্ত্রী মারা যাওয়ার পর নোয়াখালীর এক মেয়েকে বিয়ে করে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার আশিক নামের এক ছেলে প্রবাসে থাকেন, সে প্রতি মাসে ৫,০০০ টাকা পাঠাতেন তার বাবার খরচ চালানোর জন্য।। এছাড়া মনির মাঝে মধ্যে নিজ গ্রামে এসে দিন মজুরের কাজ করতেন। শনিবার সকালে ফতেপুর গ্রামের কৃষকরা কাজ করার সময় বিলের পশ্চিম দিকে ঝোপের মধ্যে তার মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল হতে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।  এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )  এমএ বারী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে,তবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। 

এই বিভাগের আরোও খবর

Logo