অনুমোদন মঞ্চ নাটকের;চলছে মেলার আয়োজন

আল আমিন প্রকাশিত: ৪ মার্চ , ২০২৪ ১১:৩৭ আপডেট: ৪ মার্চ , ২০২৪ ১১:৩৭ এএম
অনুমোদন মঞ্চ নাটকের;চলছে মেলার আয়োজন
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ৭ই মার্চ উপলক্ষে মঞ্চ নাটক প্রদর্শনের জন্য প্রশাসন থেকে অনুমতি নিয়ে চলছে অবৈধ গ্রামীণ মেলার আয়োজন।

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ৭ই মার্চ উপলক্ষে মঞ্চ নাটক প্রদর্শনের জন্য প্রশাসন থেকে অনুমতি নিয়ে চলছে অবৈধ গ্রামীণ মেলার আয়োজন।

প্রশাসনের নির্দেশকে বৃদ্ধাঙুলি দেখিয়ে অবৈধভাবে ৫ দিনব্যাপী মেলার আয়োজন করেছে স্থানীয় কয়েকজন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সংগঠনের রাজনৈতিক ব্যক্তি।মঞ্চ নাটকের অনুমোদন নিয়ে মেলা আয়োজনের খবরে হতবাক সংশ্লিষ্টরা।

নিজেদের স্বার্থ হাসিলে একটি চক্র এভাবে নানা ইস্যুতে প্রতিবছর মঞ্চ নাটক ও মেলার আয়োজন করে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ।মেলায় আশা দোকানীদের সাথে কথা বলে জানা গেছে,প্রায় আড়াই লক্ষ টাকায় তারা এই মেলাটি কিনে নিয়েছেন মঞ্চ নাটক আয়োজন কমিটির কাছ থেকে।

এদিকে গেলো মাসের ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা।পরীক্ষা চলাকালীন সময়ে এমন গুরুত্বপূর্ণ একটি স্থানে অবৈধ ভাবে মেলার আয়োজন করায় এসএসসি পরীক্ষার্থীসহ অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন।

সরজমিনে গিয়ে দেখা গেছে, অনুষ্ঠানের একদিন আগেই রবিবার লাইটিং দিয়ে আলোকসজ্জা করা হয়েছে পুরো মাঠ।মেলায় নাগর দোলা,ইলেকট্রিক নৌকা, খেলনার দোকান,কসমেটিকস এর দোকান, ফুচকাসহ বিভিন্ন ধরনের প্রায় অর্ধশতাদিক দোকানপাট বসানোর কর্মব্যস্ততা চলছে।মাঠের একপাশে মঞ্চ প্যান্ডেল তৈরি করলেও পুরো মাঠ জুড়ে চলছে মেলার আয়োজন।এতে নষ্ট হচ্ছে মাঠের সৌন্দর্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন,মার্চ মাস উপলক্ষে মঞ্চ নাটকের অনুমোদন দেয়া হয়েছে।মেলা আয়োজন এর অনুমোদন দেয়া হয়নি।মেলার আয়োজন বন্ধ করা হবে।

এই বিভাগের আরোও খবর

Logo