লালমনিরহাটের মদাতীতে ধর্ষকের ফাসির দাবিতে মশাল মিছিল

রশিদুল ইসলাম প্রকাশিত: ১২ মার্চ , ২০২৫ ১৩:৪৪ আপডেট: ১২ মার্চ , ২০২৫ ১৩:৪৪ পিএম
লালমনিরহাটের মদাতীতে ধর্ষকের ফাসির দাবিতে মশাল মিছিল

মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯.৩০ মিনিটে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র মদাতী ইউনিয়ন পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী ধর্ষকের ফাসির দাবিতে মশাল মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে ২নং মদাতী ইউনিয়নের শতাধিক ছাত্র-জনতা।
সাংবাদিক রাজু মিয়ার সভাপতিত্বে মিছিলটি চামটাহাটের পরিষদের গেট থেকে বের হয়ে পুরো বাজার পদচারনা করার পর মদাতী ইউপির গেটে জমায়েত হয়। বক্তব্যে বলেন মদাতী ইউনিয়নের বেশ কয়েকটি ইতঃপূর্বে ধর্ষনের শিকার হয়েছে আপনার আমার বোন, ধর্ষক নুরনবী নুরু জামিনে বের হয়ে তার পেশায় কি ভাবে বহাল থাকে প্রশ্ন রইল আপনাদের কাছে। নুরনবী নুরু ভোটমারী এসসি উচ্চ বিদ্যালয়ের ল্যাব এসিট্যান্ট। উক্ত ইউনিয়েনর ৪ নং ওয়ার্ডের ৫ বছরের শিশু ধর্ষনের আসামী ধর্ষক আশরাফ আলী জেল হাজতে রয়েছে । কিন্তু সমাজের কিছু বিত্তশালী রাজনৈত্তিক ব্যক্তিত্ব লোকজন ধর্ষক আশরাফকে জামিনে বের করার পায়তারা করতেছে বলে জানা যায়। মাগুড়ার আছিয়ার ধর্ষকদের দ্রুত  ফাসির  আওতায় এনে শাস্তি দেওয়ার ঘোর দাবি জানান তিনি।
মশাল মিছিলের মুখ্য সংগঠক সাকিব হাসান সজিব বক্তব্যে বলেন দেশের যে অরাজকতা আরম্ভ হয়েছে তাতে করে আপনার আমার মা বোনের নিরাপত্তাহীনতায় ভূকতে হবে। মদাতীর ইতঃপূর্বে ঘটা ঘটনার ধর্ষক আসামীদের যেন জামিন না হয় সে বিষয়ে কঠর হুশিযারি দেন তিনি। তিনি আর বলেন তাদের সর্বচ্চ শাস্তি ফাসি যেন দ্রুত কার্যকর করা হয়।  
মশাল মিছিলে উপস্থিত ছিলেন আশাদুজ্জামান মামুন,সাজিদুল ইসলাম সাজু, মনির হাওলাদার, শিফাত, সোহেল রানা,রমজান আলী, মমিনুর ইসলাম, সাদ্দাম, রাজু, সবুজ নাঈম বাবু সহ আর অনেকে।

এই বিভাগের আরোও খবর

Logo