যুবলীগের সাবেক সভাপতির নাটকীয় গ্রেফতার: বিদেশ থেকে ফিরেই কাস্টডিতে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ মে , ২০২৫ ১৬:১০ আপডেট: ১৮ মে , ২০২৫ ১৬:১০ পিএম
যুবলীগের সাবেক সভাপতির নাটকীয় গ্রেফতার: বিদেশ থেকে ফিরেই কাস্টডিতে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। আজ শুক্রবার তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে custody-তে নেয়। সূত্র জানায়, আজম পাশা রুমেল দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং সম্প্রতি সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। দেশে ফেরার পরই তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। উল্লেখ্য, রুমেল নোয়াখালীর বসুরহাট পৌরসভার সাবেক পলাতক মেয়র এবং আওয়ামী লীগের আলোচিত নেতা আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও সহিংসতা সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানান, “রুমেলের বিরুদ্ধে পুরোনো কয়েকটি হত্যা ও নাশকতা মামলার ওয়ারেন্ট রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্ত শেষে আদালতে তোলা হবে।” এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তার গ্রেফতার কেন্দ্র করে কোম্পানীগঞ্জ ও আশপাশের এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে । এ বিষয়ে আওয়ামী লীগের স্থানীয় শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায় নি।

এই বিভাগের আরোও খবর

Logo