যশোর শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী , ২০২৫ ১৩:০৩ আপডেট: ৩ ফেব্রুয়ারী , ২০২৫ ১৩:০৩ পিএম
যশোর শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক  রেজাউল ইসলামকে  বিদায় সংবর্ধনা প্রদান
যশোর শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (ডকুমেন্ট) রেজাউল ইসলাম বৃহস্পতিবার অবসরে গেছেন।

যশোর  শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (ডকুমেন্ট) রেজাউল ইসলাম বৃহস্পতিবার অবসরে গেছেন। এ উপলক্ষে রোববার বিকেলে অফিসের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা জানানো হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন, রেজাউল ইসলাম একজন ভাল  ও দক্ষ মানুষ ছিলেন। তিনি অফিসের সকল কাজে কর্মকর্তাদের সহযোগিতা করতেন। তার যা প্রাপ্তি অফিস দিতে পারেনি। তার বিদায়ে অফিসে যে শূণ্যতার সৃষ্টি হবে, সেই শূণ্যতা পুরণ হবে না। রেজাউল ইসলাম   ভাল থাকুক সেই দোয়া করা হয়। প্রধান অতিথি হিসেবে বিদায় সংবর্ধনা জানান বোর্ডের  চেয়ারম্যান প্রফেসর আসমা বেগম। কলেজ পরিদর্শক  এসএম তৌহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সচিব প্রফেসর মাহবুবুল ইসলাম,  পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মতিন, বিদায়ী উপপরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল ইসলাম,  সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) সায়মা সিরাজ, সেকশন  অফিসার রাইদুল ইসলাম,সেকশন অফিসার হুমায়ুন কবির উজ্জল, কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন,  সাধারণ সম্পাদক মুজিবুল হক, কর্মচারী  ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান,  সাধারণ সম্পাদক রাকিব হাসান,  উপপরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল  ইসলামের সহধর্মিনী  শাহানাজ রেজা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সেকশন অফিসার নাসিরুজ্জামান 

এই বিভাগের আরোও খবর

Logo