ভবদহের জলাবদ্ধতা সমস্যা নিরসনে বড় প্রকল্প হবে : পানি সম্পদ সচিব

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ১৩ অক্টোবর , ২০২৪ ১৭:৪৮ আপডেট: ১৩ অক্টোবর , ২০২৪ ১৭:৪৮ পিএম
ভবদহের জলাবদ্ধতা সমস্যা নিরসনে বড় প্রকল্প হবে : পানি সম্পদ সচিব
জেলার ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা নিরসন বিষয়ক মতবিনিময় সভা বৃহস্পতিবার বিকেলে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সভায় জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ভবদহ এলাকার মানুষ উপস্থিত ছিলেন। সবাই ভবদহ এলাকার জলাবদ্ধতা দ্রুত নিরসনে পদক্ষেপ গ্রহণ করার জন্য জোর দাবি জানান।

জেলার ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা নিরসন বিষয়ক মতবিনিময় সভা বৃহস্পতিবার বিকেলে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সভায় জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ভবদহ এলাকার মানুষ উপস্থিত ছিলেন। সবাই ভবদহ এলাকার জলাবদ্ধতা দ্রুত নিরসনে পদক্ষেপ গ্রহণ করার জন্য জোর দাবি জানান।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। তিনি ভবদহ সমস্যা ও নিরসন বিষয়ে বক্তাদের বক্তব্য শোনেন। এরপর তিনি বলেন ভবদহের জলাবদ্ধতা সমস্যা দীর্ঘদিনের।    গত দুই বছর বৃষ্টি কম হওয়ায় সমস্যা প্রকট আকার ধারণ করেনি। এবছর বৃষ্টি হওয়ায় ভবদহের সমস্যা  প্রকট আকার ধারণ করেছে। বিভিন্ন দপ্তর এ সমস্যা সমাধান করার চেষ্টা করেও পারেনি। আমরা সে ক্ষেত্রে শুরুটা করতে চাই এভাবে আমডাঙ্গা যে খাল আছে সেটি দ্রুত খননের মাধ্যমে প্রশস্ত করতে পারি, তাহলে এর সুফল পাবো। এর বাইরে নদী খনন আছে। হরিহর থেকে শহরে তিন, চারটি নদী আছে, সেগুলো খননের ব্যাপারে বড় প্রকল্প হবে। সেকারনে একটু সময়ের প্রয়োজন হবে। যে কয়দিন সময় লাগবে আপনাদের অপেক্ষা করতে হবে। আমরা নদী খনন করবো। সকলের অভিযোগ শুনেছি। সেগুলো উপদেষ্টার সাথে আলোচনা করবো। উপদেষ্টা অভিযোগ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করে ভবদহের যাতে একটি যৌক্তিক  সমাধান হয় সেই চেষ্টা করবো। সকলে আমাদের সহযোগিতা করবেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা।

যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ ব্যানার্জী, দৈনিক লোক সমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, সদস্য মাহমুদুল হাসান, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, নাগরিক অধিকার আন্দোলন সংগ্রাম কমিটির আহবায়ক মাস্টার নূর জালাল, জেলা জামায়াত ইসলামী নেতা অ্যাডভোকেট গাজী এনামুল হক, অলিয়ার রহমান, লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরে প্রধান সমন্বয়ক রাশেদ খান , অভয় নগর উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি এসএম খায়রুল বাশার প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে বক্তারা ভবদহের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন টিআরএম প্রকল্প গ্রহণ করে খাল খনন করতে হবে। পাম্প দিয়ে পানি সেচ করা হচ্ছে। সে পানি যাচ্ছে কোথায়? ২০১২ সালে বিল  কপালিয়া খনন করা হলেও কাজ হয়নি। এ প্রকল্প বন্ধ করে নদী, খাল ভরাট করা হয়েছে। ১০টি স্কেভটর দিয়ে নদী খনন করে পানি বের করে দিতে হবে। পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নিরাপদ খাদ্য ব্যবস্থা করতে হবে। ইরি বোরো ধান চাষ নিশ্চিত করতে হবে। জামায়াত নেতা অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন আমডাঙ্গা খাল পরিস্কার করতে হবে। মুক্তেশ^রী নদীর পানিতে যাতে ভবদহ এলাকায় জলাবদ্ধা না হয় এজন্য খনন করে দু ধার বেধে দিতে হবে।  সকাল থেকে দুপুর পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান ভবদহ এলাকা পরিদর্শন করেন।

মতবিনিময় শেষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঋষি সম্প্রদায়ের সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।

বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা।

জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান প্রমুখ।

এই বিভাগের আরোও খবর

Logo