হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় তানযীলুল কুরআন ওয়াস সুন্নাহ মডেল মাদ্রাসার ছাঁদ থেকে পড়ে আহত ছাত্রী ইসরাত জাহান জুমি (৯) অবশেষে তিনদিন পর মৃত্যু বরণ করেছে।
শনিবার (১৭ আগস্ট) সকালে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় মৃত্যু বরণ করে ইসরাত জাহান জুমি। জানা যায়, গত বুধবার (১৪ আগস্ট) দুপুরে শায়েস্তাগঞ্জ পৌর শহরের ২নং ওয়ার্ডে মহলুল সুনাম এলাকায় একটি ভাড়াটিয়া চার তলা বিল্ডিংএ অবস্হিত প্রাইভেট মাদ্রাসা তানযীলুল কোরআন ওয়াস সুন্নাহ মডেল মাদ্রাসা ছাঁদের উপর থেকে পড়ে যায় শিক্ষার্থী জুমি।
এলাকাবাসী সূ্ত্রে জানা যায়, ছাঁদের উপর থেকে নিচে পরে যাওয়ার বিকট শব্দ চিৎকার শুনে এগিয়ে আসেন আসপাশের লোকজন গুরুতর আহত অবস্তায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত শিক্ষার্থী জুমির হাত পা ভেংগে যাওয়ায় ও বুকে নাকে ও মাথায় বেশি আঘাত পাওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার সকালে মৃত্যু বরণ করেন।
এটা হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি সঠিকভাবে তদন্ত করলে মৃত্যুর কারণ বেরিয়ে আসবে বলে আশাবাদী এলাকাবাসী ও অনান্য শিক্ষার্থীর পরিবারবর্গ। মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা মোশাহিদ বলেন, কি কারণে এ দুর্ঘটনা হয়েছে কিছু বুঝে উঠতে পারতেছিনা আমাদের মাদ্রাসার ভিতরে খেলাধুলার সুযোগ সুবিধা রয়েছে কোন শিক্ষার্থীকে বাহিরে যেতে দেওয়া হয়না সকল দিকে তালা দেওয়া থাকে। যখন ঘটনাটি ঘটে তখন আমি নামাজে ছিলাম কেমন করে এ ঘটনাটি গঠেছে বুঝতে পারতেছিনা।নিহত শিক্ষার্থী ইসরাত জাহান জুমি শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকার শাহ আলমের কন্যা।