তুচ্ছ ঘটনায় সংঘর্ষে হরিনাকুন্ডে আহত অন্তত ৩০, ১০টি বাড়ি-দোকান ভাংচুর

আল আমিন প্রকাশিত: ১৯ মে , ২০২৫ ১৫:১৯ আপডেট: ১৯ মে , ২০২৫ ১৫:১৯ পিএম
তুচ্ছ ঘটনায় সংঘর্ষে হরিনাকুন্ডে আহত অন্তত ৩০, ১০টি বাড়ি-দোকান ভাংচুর

ঝিনাইদহের হরিণাকুন্ডে মাছ কেনা-বেচাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩০ জন । এসময় দুই এলাকার বাড়ী-ঘর সহ দোকান ভাংচুর হয়েছে অন্তত ১০টি । আজ রোববার দুপুর থেকে থেমে থেমে এ সংঘর্ষ চলে বিকাল পর্যন্ত ।
হরিনাকুন্ড উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান বশির উদ্দিন জানান, ঘটনার সূত্রপাত মূলত গতকালকে । ঝিনাইদহের দুই উপজেলা শৈলকূপা ও হরিণাকুন্ডকে দুই ভাগ করেছে কুমার নদী । এ দুই উপজেলাকে নদীর উপর ব্রিজ থাকায় আবার সংযুক্ত করেছে । ওপারে রয়েছে শৈলকূপার মির্জাপুর ইউনিয়নের মাইলমারী গ্রাম । আর এপারে রয়েছে হরিণাকুন্ড রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রাম । গতকাল চরপাড়া গ্রামে ওপারের এক মুরব্বীর সাথে মাছ কেনা বেচাকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয় । এরপর যে যার মতো চলে যায় । আজ সকালে আবার চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে দুইদল ছাত্রদের মধ্যে গতকালকের বিষয়ে আবারও কথাকাটাকাটি হয় । এ ঘটনা জানাজানি হলে দুপুর থেকে থেমে থেমে শৈলকূপা মাইলমারির গ্রামবাসী হামলা চালায় হরিণাকুন্ডর চরপাড়া বাজারে । তারপরা তা সংঘর্ষে রুপ নেয় । থেমে থেমে এ সংঘর্ষ চলে প্রায় ৩ ঘন্টারও বেশী । একপর্যায়ে পুলিশ এসে নিয়ন্ত্রণের চেষ্টা করে । তারপর সেনাবাহিনি এসে বিকালে পরিস্থিতি পুরোটা নিয়ন্ত্রণ করে ।
তিনি আরো বলেন, চরপাড়া গ্রামে প্রায় ২টি বাড়ি ও বাজারে ৭/৮টি দোকান ভাংচুর হয়েছে ।
হরিণাকুন্ড ইউএনও বিএম তারিকুজ্জামান জানান, মাছ কেনা নিয়ে দুই উপজেলার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । দুপুরের পর থেকে ঘটনা শুরু । এরপর পুলিশের নিয়ন্ত্রণের একপর্যায়ে সেনাবাহিনি সদস্যরা এসে বিকালে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে । বেশী ক্ষয়ক্ষতি হয়েছে হরিণাকুন্ড উপজেলার চরপাড়া গ্রামের মানুষের । কয়েকটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে । এখন সেনাবাহিনি টহলরত অবস্থায় আছে । তবে পরিস্থিতি থমথমে ।
হরিণাকুন্ড থানা ওসি মোঃ আব্দুর রউফ খান জানান, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনির সদস্য বর্তমানে অবস্থান করছে । এ ঘটনায় এখনও কোন আটক নেই । কোন মামলাও হয়নি । পরিস্থিতি থমথমে। 


এই বিভাগের আরোও খবর

Logo