“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৩০ জানুয়ারি) ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৮ম অলিম্পিয়াড উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা, উদ্ভোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে দুইদিন ব্যাপী (৩০-৩১ জানুয়ারি) বিজ্ঞান মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান’র সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমী, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, পূর্বধলা সরকারি কলেজ’র সহকারী অধ্যাপক রতন কুমার বর্মন প্রমুখ। এসময় সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্ত মেলায় ২০টি স্টল অংশ গ্রহণ করেছে।