রাজবাড়ীতে হারানো ৬৬টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ জুন , ২০২৫ ১৬:৩১ আপডেট: ২৮ জুন , ২০২৫ ১৬:৩১ পিএম
রাজবাড়ীতে হারানো ৬৬টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর

রাজবাড়ীতে হারানো মোবাইল ফোন উদ্ধারে বড় সাফল্য পেয়েছে জেলা পুলিশ। জেলার পাঁচটি থানায় সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে ৬৬টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৮ জুন) দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব।
তিনি জানান, রাজবাড়ী জেলা পুলিশের এলআইসি (LIC) শাখার একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব মোবাইল ফোন শনাক্ত করে উদ্ধার করেছে।
উদ্ধার হওয়া মোবাইলের সংখ্যা থানাভিত্তিক হলো:
রাজবাড়ী সদর থানার ৩৩টি, গোয়ালন্দ ঘাট থানার ২টি,
পাংশা মডেল থানার ১১টি, কালুখালী থানার ৫টি, বালিয়াকান্দি থানার ১৫টি। মোট মোবাইল ফোন: ৬৬টি।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “জেলা পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, সাইবার অপরাধ দমন ও সাধারণ মানুষের হারানো সম্পদ ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। এলআইসি শাখা নিয়মিতভাবে মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকসহ নানা প্রযুক্তিভিত্তিক অপরাধ প্রতিরোধে কাজ করছে।”
মোবাইল ফিরে পাওয়া অনেকেই আবেগাপ্লুত হয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, “আমরা ভাবিনি মোবাইল ফোন ফিরে পাব। পুলিশের প্রতি আমাদের আস্থা অনেক বেড়ে গেছে।”
প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, এ ধরনের জনবান্ধব কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।

এই বিভাগের আরোও খবর

Logo