গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল (শুক্রবার) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের গুলেরগাঁও নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। অভিযানে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি ও জব্দ করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই তানজির আহমেদ। তাঁর সঙ্গে ছিলেন এএসআই দিবাস চন্দ্র দাশ, কনস্টেবল মো. আরিফিন চৌধুরী, কনস্টেবল আদিলুর রহমান এবং কনস্টেবল সোহান মিয়া।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণের করা হয়েছে।