যশোর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে খুলনা বিভাগীয় প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন ও মূল্যায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালর আয়োজন করা হয়। অফিসের হল রুমেশনিবার সকালে এ অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম সচিব ও পরিচালক ( প্রশিক্ষণ) খোন্দকার রুহুল আমীন। তিনি বলেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক, যুবতীদের বেকারত্ব দুর করে আত্মনির্ভরশীল করে গড়প তোলে। তবে আত্মনির্ভর হতে গেলে নিজের অতীতক ভোলা যাব না। তবেই নিজের লক্ষ পৌঁছানো যায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপপরিচালক (প্রশিক্ষণ) মোয়াজ্জেম হোসেন, ফারিহা নিশাদ।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আশিশ কুমার মন্ডল, যশোর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কো অডিনেটর আব্দুর রাজ্জাক, মাগুরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে। উদ্যোক্তা জহির ইকবাল নান্নু। পরুচালনা করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক জাকির হোসেন। খুলনা বিভাগের ১০০ কর্মকর্তা অংশ নেন।