জয়পুরহাটের কালাই থানা পুলিশের আয়োজনে চুরি, ছিনতাই, গরু চুরি, মিটার চুরি, ট্রান্সফর্মার চুরি ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার সময় কালাই থানাধীন হাতিয়র বাজারে কালাই থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসিম আল বারী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আফজাল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (পাচবিবি সার্কেল)।
উক্ত সভায় পুলিশের সেবাকে জনগণের নিকট পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা। পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করার উদ্দেশ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এবং চুরি, ছিনতাই, গরু চুরি, মিটার চুরি, ট্রান্সফর্মার চুরি রোধেকল্পে বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।