উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে যশোরে ঈদুল ফিতর উদযাপন

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ১৪ এপ্রিল , ২০২৪ ০৬:০৭ আপডেট: ১৪ এপ্রিল , ২০২৪ ০৬:০৭ এএম
উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের  মধ্য দিয়ে যশোরে ঈদুল ফিতর উদযাপন
উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে যশোরে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন হয়েছে। যশোরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। জামাতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে।

উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের  মধ্য দিয়ে যশোরে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন হয়েছে। যশোরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে  সকাল ৮টায়। জামাতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে।

নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা এবং ফিলিস্তিনের জনগণের জন্য রহমত কামনা করে দোয়া করেন ইমাম। জামাতে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, পৌর মেয়র হায়দার গণি খান পলাশ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনসহ হাজারো মুসল্লি অংশ নেন। 

এরপর দর্শনার্থীরা বিনোদন কেন্দ্রগুলোতে গিয়ে ঈদ আনন্দ উপভোগ করেছে। বিনোদন কেন্দ্রগুলোতে ছিল দর্শনার্থীদের অভিযোগ করা হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo