যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষার আবেদন ৩৭ হাজার ৭৪০ পরীক্ষার্থীর

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২২ মে , ২০২৪ ০৯:৩৩ আপডেট: ২২ মে , ২০২৪ ০৯:৩৩ এএম
যশোর বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষার আবেদন ৩৭ হাজার ৭৪০ পরীক্ষার্থীর
এসএসসির খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছে যশোর শিক্ষা বোর্ডের ৩৭ হাজার ৭৪০ পরীক্ষার্থী। আগামী ১১ জুন পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএসসির খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছে যশোর শিক্ষা বোর্ডের ৩৭ হাজার ৭৪০ পরীক্ষার্থী। আগামী ১১ জুন পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১২ মে এবারের এসএসসির পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। এবছর এসএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬২ হাজার ৭২৬। এর মধ্যে ১ লাখ ৬০ হাজার ৯২৬ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উর্ত্তীণ হয় ১ লাখ ৪৮ হাজার ৫৭৭। জিপিএ-৫ পায় ২০ হাজার ৭৬১।

বোর্ড সূত্র জানায়, প্রকাশিত রেজাল্টে কাক্সিক্ষত ফলাফল না পাওয়া পরীক্ষার্থীরা গত ১৩ থেকে ২০ মে খাতা পুনঃনিরীক্ষার জন্য টেলিটকের মাধ্যমে আবেদন করে। ২৩টি বিষয়ে পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছে ৩৭ হাজার ৭৪০ পরীক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজিতেÑ ৭ হাজার ৯৯৮ ও বাংলায় ৫৬৩২ শিক্ষার্থী।

সূত্রমতে, গণিতে ২৯১০, উচ্চতর গণিতে ২১২৭, বিজ্ঞানে ১৮১৮, ইসলাম ও নৈতিক শিক্ষায় ১২১৮, পদার্থ বিজ্ঞানে ২৬৫৩, রসায়নে ২২০৮, জীব বিজ্ঞানে ৩৪৫৯, বাংলাদেশ ও বিশ^ পরিচয়ে ২৮৯৭, বাংলাদেশের ইতিহাস ও বিশ^ সভ্যতায় ১২৫৭,  ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ৪০২, গার্হস্থ্য বিজ্ঞানে ৬৮,  ব্যবসায় উদ্যোগে ৩০৪,  অর্থনীতিতে ৫২০, পৌরনীতিতে ৪২৭, কৃষি শিক্ষায় ৮২৫, ইসলাম ও নৈতিক শিক্ষায় ১২১৮, হিন্দু ও নৈতিক শিক্ষায় ১৪৫, খ্রিস্টান ও নৈতিক শিক্ষায় ৪, ভূগোলে ৬০১ ও হিসাব বিজ্ঞানে ২৬৭ শিক্ষার্থী আবেদন করেছে।

এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ^াস শাহীন আহমেদ জানান, অভিজ্ঞ প্রধান পরীক্ষক ও পরীক্ষক দিয়ে খাতা পুনরায় মূল্যায়ণ করা হবে। পুনঃনিরীক্ষায় আবেদন করা শিক্ষার্থীরা যে নম্বর পাবে; তাকে সেই ভিত্তিতে ফলাফল দেয়া হবে। দোষী পরীক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরোও খবর

Logo