চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুই দলিল লেখকের বিরুদ্ধে দলিল লেখার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। দলিল লেখক দুইজন হলো দলিল লেখক সমিতির সভাপতি তোজাম্মেল হক ও আব্দুর রশিদ। ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ এপ্রিল) দুপুরে শিবগঞ্জ ভুমি রেসিস্ট্রি অফিসে দলিল লেখকের কার্যালয়ে। ভুক্তভোগী হলেন আলহাজ্ব মফিজুল ইসলামের ছেলে সাদিকুল ইসলাম। সাদিকুল জানান, তার পিতার একটি হেবা দলিল করতে ওই দুইজন দলিল লেখকের নিকট গেলে দলিল লেখক বাবদ ১১ হাজার ৫শ টাকা আদায় করেন। কিন্তু সরকারি বিধি মোতাবেক নির্ধারিত খরচ মাত্র ১ হাজার ৭’শ টাকা। কিন্তু দলিল লেখকদ্বয় তার পিতার নিকট থেকে আদায় করেছেন ১১ হাজার ৫’শ টাকা, যা নির্ধারিত খরচের চেয়ে ৯ হাজার ৮ শত টাকায় বেশী। তিনি এই অতিরিক্ত অর্থ আদায়কে সম্পূর্ণ অনিয়ম ও প্রতারণা বলে দাবি করেন। এ ব্যাপারে দলিল লেখক তোজাম্মেল হক তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন , “এই দলিলটি আমি লিখিনি, লিখেছেন আবদুর রশিদ।” অন্যদিকে আবদুর রশিদ সঠিক হিসাব তিনি দিতে পারেননি, তবে তার দাবি অনুযায়ী সর্বোচ্চ খরচ হলো ৫ হাজার ৩’শ টাকা। অতিরিক্ত অর্থ নেওয়ার বিষয়ে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার খন্দকার গোলাম কবির বলেন, “আমার কাছে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইননুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।