ইলিশের প্রধান প্রজনন মৌসুমে 'মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪' উপলক্ষ্যে জেলেসহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোঃআজাদ প্রকাশিত: ২৩ অক্টোবর , ২০২৪ ১৭:৩৬ আপডেট: ২৩ অক্টোবর , ২০২৪ ১১:৩৭ এএম
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে 'মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪' উপলক্ষ্যে জেলেসহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের নিয়ে মতবিনিময় সভা  অনুষ্ঠিত।
অদ্য ২২ অক্টোবর মঙ্গলবার জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, ভোলার আয়োজনে ভোলা খাল সংলগ্ন বালুর মাঠ, শিবপুর, ভোলা সদর, ভোলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে 'মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪' উপলক্ষ্যে জেলেসহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অদ্য ২২ অক্টোবর মঙ্গলবার জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, ভোলার আয়োজনে ভোলা খাল সংলগ্ন বালুর মাঠ, শিবপুর, ভোলা সদর, ভোলায়  ইলিশের প্রধান প্রজনন মৌসুমে 'মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪' উপলক্ষ্যে জেলেসহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ্ ফরিদা আখতার, মাননীয় উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ, ঢাকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, জনাব মোঃ আজাদ জাহান, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ভোলা, জনাব মোহাম্মদ শরীফুল হক, পুলিশ সুপার, ভোলা, ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ, (জি), পিএসসি, বিএন জোনাল কমান্ডার, বাংলাদেশ কোস্টগার্ড, দক্ষিণ জোন, ভোলা, জনাব মোঃ জিল্লুর রহমান মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, রমনা, ঢাকা, কমান্ডার আবু বক্কর সিদ্দিক, (সি), পিএসসি বিএন,কন্টিনজেন্ট কমান্ডার, বাংলাদেশ নৌবাহিনী, ভোলা কন্টিনজেন্ট।এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলা  পুলিশ এবং নৌ-বাহিনী ও কোস্ট গার্ডের  কর্মকর্তাগণ, সরকারি-বেসরকারী কর্মকর্তাগণ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo