রাজবাড়ী পাংশার মাছপাড়া ইউনিয়নের হলুদবাড়ীয়া গ্রামে নানা বাড়িতে মঙ্গলবার (১২ আগষ্ট) জিম (১৪) নামে এক তরুনীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সে পাংশার যশাই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের -মৃত আব্দুল মজিদ এর মেয়ে।
বাবা মারা যাওয়ার পর ছোটবেলা থেকেই সে মাছপাড়া ইউনিয়নের হলুদবাড়িয়া গ্রামে নানা কাশেম মোল্লা এর বাড়িতে থাকতো।
আজ নানা পুকুরে পাট ধুইতে ছিলেন এবং নানী পাট বাঁচতে ছিলেন, এমন সময় ফাকা বাড়ি পেয়ে বেলা ১১.৩০ থেকে ১২টার মধ্যে কোন এক সময়ে নানা কাশেম মোল্লার একতলা ভবনে নানার রুমে অজ্ঞাত কারণে ফ্যানের সাথে নিজ ব্যবহৃত ওড়না দিয়ে আত্মহত্যা করে।
পরবর্তীতে নানী বাড়িতে এসে দেখে জিম ফ্যানের সাথে ঝুলে আছে। নানী ডাক চিৎকার পারলে আশেপাশের লোকজন এসে গলার ফাঁস খুলে নিচে নামিয়ে দ্রুত মাছপাড়া ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সংবাদ পেয়ে পাংশা থানা পুলিশের এসআই শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।