“ একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”এই স্লোগানকে সামনে রেখে (১জুন থেকে ৩০জুন) পর্যন্ত মাসব্যাপী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সংসদ ঘোষিত বৃক্ষরোপণ অভিযান-২০২৫ কর্মসূচির অংশ হিসেবে ২৯শে জনু(রবিবার) বেলা সাড়ে ১১টার শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রশিবির শাখার উদ্যোগে ফলজ,বনজ ও ঔষধী গাছ চারা রোপণ সহ সাধারন শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চত্বরে নিম গাছের চারা রোপণে মাধ্যমে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু হয়। এ সময় বক্তব্য রাখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি, আসরাফুজ্জামান মাসুম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার বায়তুলমাল সম্পাদক,আশিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি সামিউল হাসান সানি এছাড়া হাসানুর রহমান, মমিন আকন্দ প্রমুখ সহ স্থানীয় শিবিরের দায়িত্বশীল নেতাকর্মী সহ সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।