এনডিএম এর বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত

মোঃ আব্দুল মোতালেব প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী , ২০২৪ ০৮:২১ আপডেট: ৪ ফেব্রুয়ারী , ২০২৪ ০৮:২১ এএম
এনডিএম এর বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত
ঢাকা, ৩ ফেব্রুয়ারি,২০২৪ঃ ববি হাজ্জাজের নেতৃত্বাধীন নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর ১ম বিশেষ কাউন্সিল শনিবার (৩রা ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে দলীয় গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনী অনুমোদিত করে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ৮৩ সদস্য বিশিষ্ট করা হয়েছে। এতে দলের চেয়ারম্যান হিসাবে বহাল রয়েছেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজ্জাজ। এছাড়াও বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব মোমিনুল আমিনকে এনডিএম এর পূর্নাঙ্গ মহাসচিব হিসাবে মনোনীত করা হয়েছে।

ঢাকা, ৩ ফেব্রুয়ারি,২০২৪ঃ

ববি হাজ্জাজের নেতৃত্বাধীন নিবন্ধিত রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর ১ম বিশেষ কাউন্সিল শনিবার (৩রা ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে দলীয় গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনী অনুমোদিত করে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ৮৩ সদস্য বিশিষ্ট করা হয়েছে। এতে দলের চেয়ারম্যান হিসাবে বহাল রয়েছেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজ্জাজ। এছাড়াও বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব মোমিনুল আমিনকে এনডিএম এর পূর্নাঙ্গ মহাসচিব হিসাবে মনোনীত করা হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “আওয়ামী লীগ সরকারকে এবার ঘুঘুর ফাঁদ দেখানোর সময় চলে এসেছে। জনগণের সাথে বারবার প্রতারণা করার ফল এবার দলটি পাবে। নিজ দলের ভিতর কোন্দল উষ্কে দিয়ে যেনতেন প্রকারে ক্ষমতা থাকার স্বাদ যে কতটা ভয়ংকর হতে পারে সেটা তাঁরা অচিরেই টের পবে।“ 
ববি হাজ্জাজ বলেন, “শরিফ থেকে শরিফার গল্প মূলত আওয়ামী লীগের জন্য প্রযোজ্য কারণ তাঁরা গণতান্ত্রিক সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়ে ২০০৯ সালে ক্ষমতায় এসে বিগত ১৫ বছরে মাফিয়া হয়ে উঠেছে। তাঁরা সার্জারি করে নিজেদের রাজনৈতিক জেন্ডার পরিবর্তন করে ফেলেছে। এই সরকারকে হঠানোর জন্য আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী হচ্ছি। আর তার অংশ হিসাবেই আজকের এই বিশেষ কাউন্সিল।“

ববি হাজ্জাজ বলেন, “বিতর্কিত পাঠ্যক্রম পরিবর্তন করতে হবে। একইসাথে বাংলাদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে যেয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের বিভ্রান্তকর বক্তব্য প্রত্যাহার করতে হবে। এদেশে কোন আঞ্চলিক পরাশক্তির আধিপত্যকে আমরা মেনে নিব না। আগামীর বাংলাদেশ হবে আত্মমর্যাদাশীল নতুন বাংলাদেশ।“

কাউন্সিল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এনডিএম কেন্দ্রীয় কার্যালয়ে মিডিয়া ব্রিফিং করেন দলের নবনির্বাচিত মহাসচিব মোমিনুল আমিন। এতে তিনি প্রথম পর্যায়ে দলের নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন যার মধ্যে রয়েছেন উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান ফারুক-উজ-জামান চৌধুরী,সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ সৈয়দ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার শাহেদুল আজম, জনসংযোগ এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ এমরান চৌধুরী, দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি, কৃষি এবং সমবায় বিষয়ক সম্পাদক এডভোকেট সাইফুদ্দিন খালেদ, ধর্ম, সংখ্যালঘু এবং পার্বত্য বিষয়ক সম্পাদক ড. আব্দুর রহমান, যুব এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ দিদারুল ইসলাম প্রমুখ। 

এই বিভাগের আরোও খবর

Logo