যশোর উপশহর মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্যদের সমমাননা সার্টিফিকেট প্রদান

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ১১ ডিসেম্বর , ২০২৪ ২০:১৩ আপডেট: ১১ ডিসেম্বর , ২০২৪ ২০:১৩ পিএম
যশোর উপশহর মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্যদের সমমাননা সার্টিফিকেট প্রদান
যশোর উপশহর মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্যদের সমমাননা সার্টিফিকেট প্রদান

যশোর উপশহর মহিলা কলেজের মহিলা কলেজের মঙ্গলবার আয়োজন করা হয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে কলেজ প্রতিষ্ঠাকালীন সূচনালগ্নে যারা অবদান রেখেছেন, তাদেরকে সমমাননা সার্টিফিকেট প্রদান করা হয়। কলেজ প্রতিষ্ঠার পর এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি বলেন মেয়েদের নিরাপদে লেখাপড়া করানো লক্ষ্যে উপশহর মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হয়। এলাকাবাসী সহ সকলের সহযোগিতা এ কাজ করা সম্ভব হয়েছে।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ফেরদৌসী বেগম।
অধ্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন  কলেজের প্রতিষ্ঠা কালীন সদস্য উপশহ ইউনিয়নের সাবেক কাজী আজগার হোসেন, প্রতিষ্ঠা কালীন সদস্য রেজাউল ইসলাম কামাল, মানপত্র পাঠ করেন একাদশ শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার, নুসরাত মোর্শেদ এশা ।এসময় উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল হান্নান, শিক্ষা বোর্ডের উপসচিব  মুক্তিযোদ্ধা আব্দুল খালেক কলেজের শিক্ষক প্রতিনিদি মাহমুদ আলম, মোশারেফ হোসেন, আসাদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক ফারহানা নাহিদ ও রেহেনা ইয়াসমিন।অনুষ্ঠান শুরুতে একাদশ শ্রেণির নবাগত ছাত্রীদের বরণ করে নেয়া হয়। আলোচনা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ৩৯টি ইভেন্টে ৬৫ বিজয়ী ছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই বিভাগের আরোও খবর

Logo