নাটোরের বড়াইগ্রামে সিনিয়র আইনজীবী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান মৃত্যু বরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। গত সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার দিয়াড়গারফা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লা এর সন্তান। তিনি দীর্ঘদিন ধরে যক্ষা ও লিভার জন্ডিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকাল ১০টায় নাটোর কোর্ট চত্বরে প্রথম জানাজা ও বাদ যোহর উপজেলার দিয়ারগাড়ফা ডিকে কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে সমাহিত করা হয়। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৮ বছর এবং তিনি স্ত্রী ও দুই কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠন, রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ।