নোয়াখালী চাটখিলে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ

মোঃ হানিফ প্রকাশিত: ৯ সেপ্টেম্বর , ২০২৫ ১২:১৪ আপডেট: ৯ সেপ্টেম্বর , ২০২৫ ১২:১৪ পিএম
নোয়াখালী চাটখিলে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ

নোয়াখালী চাটখিল উপজেলার কচুয়া-শাহাপুর সড়ক নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এই বিষয়ে স্থানীয় এলাকাবাসী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিইডি) সংশ্লিষ্ট উপজেলা এবং জেলায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সাময়িকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। 
শাহাপুর ও কচুয়া বাজার অংশ সি.সি ঢালাইয়ের কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। কাজের শুরুতে নিম্নমানের ইট খোয়া সহ নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে। স্থানীয় শাহাপুর বাজারের ব্যবসায়ী খোরশেদ আলম, মহিন উদ্দিন ও মোস্তাফিজুর রহমান এলজিইডি’র কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর পক্ষে অভিযোগ করলে উপজেলা এলজিইডি অফিসের সার্ভেয়ার ফিরোজ আহমেদ প্রাথমিকভাবে তদন্ত করেন। ঘটনার সত্যতা পেয়ে তিনি সিডিউল অনুযায়ী মানসম্মত নির্মাণ সামগ্রী এনে কাজ করার জন্য অনুরোধ করেন এবং বিষয়টি জেলা নির্বাহী প্রকৌশলীকে অবগত করেন। এই ব্যাপারে নোয়াখালী জেলা নির্বাহী প্রকৌশলী শেখ মাহফুজুল হোসাইন এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খোয়া ও ইট নিম্নমানের সামগ্রী সরিয়ে মানসম্মত নির্মাণ সামগ্রী না আনা পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। 
এই বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের কর্মকর্তাদের সাথে মুঠোফোনে বার বার যোগাযোগ করলেও তারা ফোন রিসিভ করেননি।  
স্থানীয় এলাকাবাসী ৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কটি টেকসই ভাবে কাজ বাস্তবায়নের জন্য এলজিইডি’র উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

এই বিভাগের আরোও খবর

Logo