প্রতীক বরাদ্দে পাটগ্রাম উপজেলা নির্বাচনী প্রচারনা শুরু

মোঃ নুর ইসলাম প্রকাশিত: ২৩ এপ্রিল , ২০২৪ ১১:৩০ আপডেট: ২৩ এপ্রিল , ২০২৪ ১১:৩০ এএম
প্রতীক বরাদ্দে পাটগ্রাম উপজেলা নির্বাচনী প্রচারনা শুরু
আসন্ন ৬ষ্ঠ পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে আজ মঙ্গলবার(২৩ এপ্রিলেই) সকাল ১১ টায়। পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ লুৎফুল কবীর সরকার। দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট এর তথ্য অনুযায়ী আসন্ন ৮ মে উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারনা শুরু ও টানটান উত্তেজনা বিরাজ করছে।

আসন্ন ৬ষ্ঠ পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে আজ মঙ্গলবার(২৩ এপ্রিলেই) সকাল ১১  টায়। পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ লুৎফুল কবীর সরকার। দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট এর তথ্য অনুযায়ী আসন্ন ৮ মে উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রচারনা শুরু ও টানটান উত্তেজনা বিরাজ করছে। 

বরাদ্দকৃত আনারস প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা, তিনবারের নির্বাচিত রংপুর বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ পাটগ্রাম উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা মোঃ রুহুল আমীন বাবুল, 

বরাদ্দকৃত ঘোড়া প্রতীকে সাবেক পাটগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ওয়াজেদুল ইসলাম শাহিন, 

বরাদ্দকৃত  টেলিফোন মার্কা প্রতীক নিয়ে ভোট করবেন মোঃ রেজাউল করিমসহ চূড়ান্তভাবে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন পাটগ্রাম উপজেলা থেকে চেয়ারম্যান পদে ৩ জন। 

অন্যদিকে বরাদ্দকৃত চশমা প্রতীকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সকলের সৎ ও সুপরিচিত, তরুণ ছাত্রনেতা, পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন শুভ। 

বরাদ্দকৃত টিউবওয়েল মার্কা প্রতীকে সাবেক সফল ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন লিপুসহ চূড়ান্তভাবে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন পাটগ্রাম উপজেলা থেকে ২ জন। 

এছাড়াও বরাদ্দকৃত ফুটবল প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রেজওয়ানা পারভীন, বরাদ্দকৃত পদ্ম ফুল প্রতীকে মোছাঃ মির্জা সাইরী তানিয়া, বরাদ্দকৃত কলস মার্কায় মোছাঃ লতিফা আক্তারসহ চূড়ান্তভাবে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন পাটগ্রাম উপজেলা ৩ জন। 

সবাই পাটগ্রামের সর্বস্তরের জনগণের দোয়া ও ভোট প্রচারনায় যেন বিপুল ভোটে বিজয়ী হতে পারে। 

গত ২১ মার্চ উপজেলা নির্বাচনের ১ম ধাপের তফসিল ঘোষণা করা হয়। প্রথম ধাপে আগামী ৮ মে ১৫০ উপজেলায় ভোট হবে। 

এই বিভাগের আরোও খবর

Logo