২০২৪ শিক্ষা বর্ষে ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন কার্ড যশোর শিক্ষা বোর্ডের অনলাইন থেকে প্রিন্ট করে নির্ধারিত ফি দিয়ে সংশোধন করার নোটিশ প্রকাশ করা হয়েছে। অথচ নোটিশ প্রকাশ করার ৭দিন অতিবাহিত হওয়ার পরও বোর্ডের অনলাইনে নিবন্ধন কার্ড দেয়া হয়নি বলে শিক্ষকদের অভিযোগ। আর যদি অনলাইনে দেয়া না হয় তাহলে এটি সংশোধন করতে সমস্যায় পড়তে হবে।
বোর্ডের ওয়েবসাইডে বিদ্যালয় পরিদর্শক ড. কামরুজ্জামান সাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০২৪ শিক্ষ বর্ষে ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন কার্ড অনলাইনে প্রদান করা হবে। শিক্ষার্থীরা ৩ মার্চ থেকে ১৫ মের মধ্যে প্রিন্ট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। নিম্নে উল্লেখিত পদ্ধতি ৪ মার্চ থেকে ১৫ এপ্রিলের মধ্যে বোর্ডের নির্ধারিত সংশোধিত ফি ছাড়া সংশোধন করতে পারবে। এ সময় পেরিয়ে গেলে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের ৮০০ টাকা ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের টাকা ফি দিয়ে নিবন্ধন কার্ড সংশোধন করতে হবে। অথচ বোর্ডের অনলাইনে এখনো ২০২৪ শিক্ষ বর্ষে ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন কার্ড অনলাইনে প্রদান করা হয়নি। ইতোমধ্যে ৭দিন অতিবাহিত হয়ে গেছে। এতে করে শিক্ষকরা আছেন সমস্যায়। কারন নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন কার্ডে শিক্ষার্থীর নাম, পিতার নাম, ছবি ও জন্ম তারিখের ভুল সংশোধন না করলে তার সকল দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানের উপর পড়বে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, বোর্ডের নোটিশ প্রকাশের পরপরই যদি অনলাইনে নিবন্ধন বোর্ডের অনলাইনে দেয়া হতো তাহলে সংশোধন করার কাজ সহজ হতো।
২০২৪ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন কার্ড অনলাইনে না দেয়ার বিষয়ে কিছুই বলতে পরেননি বোর্ডের উপবিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন। তিনি জানান, শিক্ষার্থীদের নিবন্ধন কার্ড অনলাইনে দেয়ার কাজ নিবন্ধন শাখার। এটি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে জানতে হবে।
এ ব্যাপারে বিদ্যালয় পরিদর্শক সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামানকে কল করলে তিনি রিসিভ করেননি।