বড়াইগ্রামে ৪০ বিঘা পানের বরজ পুড়ে ছাই

দেলোয়ার হোসেন লাইফ প্রকাশিত: ১১ মে , ২০২৪ ১৬:৩৩ আপডেট: ১১ মে , ২০২৪ ১৬:৩৩ পিএম
বড়াইগ্রামে ৪০ বিঘা পানের বরজ পুড়ে ছাই
নাটোরের বড়াইগ্রামে বাগডোপ এলাকায় পানের বরজে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের পাশাপাশি কাজ করেছে বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ।

 নাটোরের বড়াইগ্রামে বাগডোপ এলাকায় পানের বরজে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের পাশাপাশি কাজ করেছে বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ।

শনিবার (১১মে) দুপুর ১ টা দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পান চাষি রাজা জানান, দুপুর ১টার দিকে পানের বরজে আগুন লাগে।একের পর এক পান বরজে আগুন বিস্তার করে সব পুড়িয়ে ছাই হয়েছে। ইতোমধ্যে প্রায় ৪০-৫০ বিঘার মতো পানের বরজ পুড়ে গেছে। এই বিষয় বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস জানান ঘটনা শুনেছি তালিকা করে সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে।

বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শারমিন সুলতানা জানান ক্ষতিগ্রস্ত পান চাষিদের তালিকা করে সহায়তা প্রদানের উদ্দোগ নেওয়া হয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo