এলেঙ্গা প্রেসক্লাবের কমিটি গঠন- সভাপতি রমজান, সম্পাদক মোজাফর

মোঃ মহসিন হোসেন প্রকাশিত: ১৯ মার্চ , ২০২৫ ১৫:৩৬ আপডেট: ১৯ মার্চ , ২০২৫ ১৫:৩৬ পিএম
এলেঙ্গা প্রেসক্লাবের কমিটি গঠন- সভাপতি রমজান, সম্পাদক মোজাফর
উত্তর বঙ্গের প্রবেশদ্বার খ্যাত টাঙ্গাইলের এলেঙ্গা প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে

উত্তর বঙ্গের প্রবেশদ্বার  খ্যাত  টাঙ্গাইলের  এলেঙ্গা প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।  কমিটিতে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার মোঃ রমজান আলীকে সভাপতি ও দৈনিক কালের সমাজ পত্রিকার মো.  মোজাফর আলীকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়েছে।   কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক বাংলাদেশ সমাচার'র সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ নাসির উদ্দিন(  সহ-সভাপতি),  দৈনিক আমার সংগ্রামের  মোঃ শাহরুখ খান (যুগ্ন সম্পাদক) , আজকের টেলিগ্রামের সাহেদ মোল্লা (যুগ্ন সম্পাদক),  দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি মোঃ মহসিন হোসেন (সাংগঠনিক সম্পাদক), দৈনিক প্রতিদিন খবরের প্রতিনিধি সোহেল রানা(অর্থ সম্পাদক) , দৈনিক বাংলাদেশ সমাচারের জাকির হোসেন(প্রচার সম্পাদক) ,  দৈনিক ভিশন বাংলার মোঃ সাইদুর রহমান পলাশ( দপ্তর সম্পাদক), কার্যকরি সদস্যরা হলো  দ্য ফিনানসিয়াল পোস্টের কালিহাতী প্রতিনিধি মো. রাসেল রানা ও  দৈনিক আলোর জগৎ পত্রিকার প্রতিনিধি আলমাস। 

এই বিভাগের আরোও খবর

Logo