ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক কাজী খলিলুর রহমান মারা গেছে।
ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক কাজী খলিলুর রহমান মারা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল পোনে ১০টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পারিবারিক সূত্রে জানায়, গত ২০ আগস্ট ভোরে শহরের স্টেশন রোডস্থ নিজ বাসভবনে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন কাজী খলিলুর রহমান। এরপর তাকে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার পরও মৃত্যুর আগ পর্যন্ত তার জ্ঞান ফেরেনি।
পারিবারিক জানায়, সোমবার সন্ধ্যা ৭টায় ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এরপর মহদিপুর
গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে ।
ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আককাস সিকদার বলেন, প্রায় ৩৫ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে কাজী খলিলুর রহমান ঝালকাঠির সংবাদ জগতের একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব ছিলেন। তিনি সর্বশেষ দৈনিক নয়াদিগন্ত, মাছরাঙা টেলিভিশন ও বাংলাদেশ বেতারের ঝালকাঠি জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
কাজী খলিলুর রহমান ঝালকাঠি প্রেসক্লাবের নেতৃত্বে ছিলেন দীর্ঘ সময়। তিনি দুইবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি নির্বাচিত হন। ২০০৮ সালে প্রথমবার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে প্রেসক্লাবের নেতৃত্বে আসেন। তার মৃত্যুতে ঝালকাঠি প্রেসক্লাব ৩ দিনের শোক ঘোষণা করেছে।