যশোরে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষা প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষার কার্যক্রম ভুমিকা শীর্ষক কর্মশালা অুনষ্ঠিত হয়। জেলা প্রশাসক, শিশু ও গণশিক্ষার কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে পিটিআই অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের সাথে জেলা প্রশাসন প্রত্যক্ষ ভাবে জরিত। যেখানে টোল ও গীতা শিক্ষা কেন্দ্রে চালু নেই। সেখানে এ কেন্দ্র চালু করতে হবে। তাহলে শিক্ষার্থীরা ধর্মীয় চর্চা পরিপূর্ণ ভাবে শিখতে পারবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা যদি দেয়া যায়। তাহলে এ কার্যক্রম আরো এগিয়ে যাবে। সবাইকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। পরিপূর্ণ ভাবে কাজ না করলে ধর্ম ও কর্মের সাথে ফাঁকি দেয়া হয়। কর্মের সাথে ফাকি দিলে কর্ম চলে যায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান,জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশেদ খান।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্ট্রি সমীর কুমার বসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন শিশু ও গণশিক্ষার কার্যক্রমের কেন্দ্রীয় শিক্ষক সোমা মুখার্জী, শিশু ও গণশিক্ষার কার্যক্রমের সহকারী পরিচালক চৈতী মহলদার প্রমুখ।
জাতীয় সংগীত পরিবেশন দেশ ও জাতির মঙ্গল কামনায় মঙ্গল প্রদ্বীপ প্রজ¦লনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।