মোহনগঞ্জে রাব্বি হত্যায় মামলা গ্রেফতার ২।

হামিমুর রহমান চৌধুরী প্রকাশিত: ৫ মার্চ , ২০২৫ ১৩:৫৯ আপডেট: ৫ মার্চ , ২০২৫ ১৩:৫৯ পিএম
মোহনগঞ্জে রাব্বি হত্যায় মামলা গ্রেফতার ২।
নেত্রকোনার মোহনগঞ্জে রাব্বি হত্যায় ২ আসামিকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

নেত্রকোনার মোহনগঞ্জে রাব্বি হত্যায়  ২ আসামিকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। 
নওহাল গ্রামের রফিকুল ইসলামের ছেলে সুজন আহমেদ (২৫) ও টেংগাপাড়া এলাকার শফিকুল আলম চৌধুরী সবুজ মাষ্টার এর ছেলে মেহেদী হাসান রাফি (২১)কে গ্রেফতার করে  মঙ্গলবার  নেত্রকোনা কোর্টে পাঠিয়েছে মোহনগঞ্জ থানা পুলিশ।  সোমবার রাতে নিহত গোলাম রাব্বির পিতা আনিছ মিয়া বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।  
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে রোববার রাতে রাব্বিকে ডেকে নিয়ে স্টেশনের পিছনে রেলওয়ে পুকুরের পারে ছুরিকাঘাতে মারাত্মক ভাবে জখম করে আসামিরা।এসময় রাব্বি আহত অবস্থায় পুকুরে পড়ে চিৎকার করলে এলাকাবাসী তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। রাব্বি টেংগাপাড়া এলাকার বাসিন্দা  মোহনগঞ্জ মাছ ও কাঁচাবাজার সমিতির সভাপতি মো ঃ আনিছ মিয়ার ছেলে। রাব্বি তার বাবার সাথে মাছের ব্যবসা করতো।

এই বিভাগের আরোও খবর

Logo