মির্জাগঞ্জে গাঁজার গাছসহ মাদকসেবী ও শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০ মে , ২০২৫ ১৫:৪৯ আপডেট: ১০ মে , ২০২৫ ১৫:৪৯ পিএম
মির্জাগঞ্জে গাঁজার গাছসহ মাদকসেবী ও শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার।

পটুয়াখালীর মির্জাগঞ্জে ২টি গাঁজার গাছসহ এক মাদকসেবী ও দেউলী সুবিদখালী ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সভাপতিসহ দুইজনকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। শুক্রবার বিকালে ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন - মাদকসেবী মোঃ আবুল হোসেন হাওলাদার (৫৭) ও দেউলী সুবিদখালী ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি মোঃ হান্নান সরদার(৪৫)। 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে উপজেলার আন্দুয়া গ্রামে আবুল হোসেনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে  বাড়ীর পাশের্^ পাট ক্ষেত থেকে ২টি গাঁজার গাছ তাকে গ্রেফতার করা হয় এবং উপজেলা দেউলী সুবিদখালী ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সভাপতি মোঃ হান্নান সরদারকে ওইদিন রাতে  একটি রাজনৈতিক মামলায় রানীপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
‎মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামে আবুল হোসেন হাওলাদার বাড়ির পাশের্^ পাট ক্ষেতের মধ্যে গাঁজার গাছ চাষ করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। আটক আবুল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। তাদেরকে মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।##

এই বিভাগের আরোও খবর

Logo