রংপুরের বদরগঞ্জে বাবার বাড়িতে নিজ শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আরমিনা বানু (২২) নামের একজনের মৃত্যু হয়েছে।
রংপুরের বদরগঞ্জে বাবার বাড়িতে নিজ শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আরমিনা বানু (২২) নামের একজনের মৃত্যু হয়েছে। বুধবার ১ জানুয়ারি সকাল ৯ টায় গোপীনাথপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাশচারী গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মৃত আরমিনা বানু ডাঙ্গাপাড়া বাশচারী এলাকায় নুর আমিনের মেয়ে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মৃত আরমিনা বানু ১৬-১৭ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। অসুস্থ হওয়ায় স্বামীর বাড়ি যেতে চান না। বাবার বাড়িতে চিকিৎসা চলছিল। গতকাল রাতে খাওয়া-দাওয়া করে নিজ ঘরে ঘুমাতে জান আরমিনা বানু। সকালে ঘরের দরজা না খোলায় ডাকাডাকি করলে সারা শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখেন গলায় ফাঁস দিয়ে রয়েছে আরমিনা বানু। পরে স্থানীয়দের সহযোগিতায় ফাস থাকে নিচে নামান। স্থানীয়রা বদরগঞ্জ থানা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি তদন্ত নুরুল আমিন সরকার। পরিবার ও স্থানীয়রা জানান, আরমিরা বানু কিছুদিন আগে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেছিল পরিবারের লোকজনের জন্য বেঁচে যান। এবারও রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমাতে গিয়ে কোন সময় যেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কেউ বলতে পারেনা। সকালে তার পরিবারে ডাক-চিৎকারে এলাকা বাসি এসে দেখতে পাই গলায় ফাঁস দিয়ে রয়েছেন। এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসি তদন্ত নুরুল আমিন সরকার জানান, সকালে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণের খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে এসেছি।