ফরিদপুর গোসল করতে নেমে কলেজ ছাত্র নিখোজ

এ এস এম জুনায়েদ প্রকাশিত: ৪ জুলাই , ২০২৪ ১৩:১৯ আপডেট: ৪ জুলাই , ২০২৪ ১৩:১৯ পিএম
ফরিদপুর গোসল করতে নেমে কলেজ ছাত্র নিখোজ
ঘটনার সাথে সাথেই উদ্ধারে নামে স্থানীয় জনতা। খবর পেয়ে উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরী দল। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান আজকের মতো আপাতত স্থগিত করা হয়েছে।উল্লেখ্য, স্লুইস গেটের এই স্থান দিয়েই পদ্মা নদী থেকে পানি প্রবেশ করে কুমার নদে। গত কয়েকদিনে পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে স্রোতের তীব্রতা । ঈদের পর থেকেই ফরিদপুরের অন্যতম পর্যটন স্পট হয়ে উঠেছিল স্থানটি। বিকেল হলেই এই জায়গাটিতে ঢল নামে বিভিন্ন বয়ষের নারী পুরুষদের।

ফরিদপুর শহরের স্লুইসগেট এলাকায় (পদ্মা নদী থেকে কুমার নদে পানি প্রবেশের রেগুলেটর) গোসল করতে নেমে নিখোজ রয়েছে এক কলেজ ছাত্র। একই সাথে থাকা দুজনের (দুই বন্ধু) মধ্যে একজনকে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হলেও তলিয়ে গেছে অন্যজন।

ঘটনার সাথে সাথেই উদ্ধারে নামে স্থানীয় জনতা। খবর পেয়ে উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরী দল। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান আজকের মতো আপাতত স্থগিত করা হয়েছে।উল্লেখ্য, স্লুইস গেটের এই স্থান দিয়েই পদ্মা নদী থেকে পানি প্রবেশ করে কুমার নদে। গত কয়েকদিনে পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে স্রোতের তীব্রতা । ঈদের পর থেকেই ফরিদপুরের অন্যতম পর্যটন স্পট হয়ে উঠেছিল স্থানটি। বিকেল হলেই এই জায়গাটিতে ঢল নামে বিভিন্ন বয়ষের নারী পুরুষদের।

নিখোজ ওই ছাত্রের নাম ফারদিন। সে শহরের কমলাপুর বালুর মাঠ এলাকার সিরাজুল ইসলামের ছেলে। ফারদিন ফরিদপুর সরকারী ইয়াছিন কলেজের উচ্চ মাধ্যমিক দ্বীতিয় বর্ষের ছাত্র। আজ সন্ধ্যা পৌনে ৬ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।সাথে থাকা অপর শিক্ষার্থী ফেরদৌস জানান, তারা দুই বন্ধু পানিতে নেমেছিলেন গোসল করতে। বেশকিছু সময় গোসলের পর হঠাৎই তীব্র স্রোতে তারা তলিয়ে যাচ্ছিলেন, স্থানীয়রা উপর থেকে দেখতে পেয়ে দ্রুত নেমে তাকে টেনে তুলতে পারলেও তলিয়ে যায় তার বন্ধু ফারদিন।

প্রত্যাক্ষদর্শীরা জানান, ওই দুই ছেলে বেশ খানিক সময় যাবত গোসল করছিলো। দুই স্লইস গেটের সব গুলো গেট খোলা থাকায় খুবই তীব্র স্রোতধারা। স্থানীয় কয়েকজন তাদের নামতে নিষেধও করেছে। তারা কয়েকবার ঘুর পাক খেয়েছে। পরে তলিয়ে যায়, সেটা দেখতে পেয়েই স্থানীয়রা তলিয়ে যাওয়া একজনকে টেনে তুলতে পারলেও ডুবে যায় অপরজন।ফরিদপুর ফায়ার স্টেশনের ডুবরী দলের টিম লিডার মামুন জিহাদী জানান, সন্ধ্যা হয়ে যাওয়াতে আজকের মত উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছে। আগামীকাল আবার উদ্ধার অভিযান চালানো হবে। 

এই বিভাগের আরোও খবর

Logo