নকলায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

নাম :রেজাউল হাসান প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী , ২০২৫ ১৪:২৯ আপডেট: ২২ ফেব্রুয়ারী , ২০২৫ ১৪:২৯ পিএম
নকলায় জামায়াতের  ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা জামায়াতের উদ্যোগে শনিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় দিনব্যাপী উপজেলার একটি পৌরসভা ও ৯ ইউনিয়নের বিভাগীয় প্রতিনিধি নিয়ে প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা  জামায়াতের উদ্যোগে শনিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় দিনব্যাপী উপজেলার একটি পৌরসভা ও ৯ ইউনিয়নের বিভাগীয়  প্রতিনিধি নিয়ে প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
নকলা উপজেলা  জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার  সভাপতিত্বে ও উপজেলা  জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম  সঞ্চালনায় অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান। 
মাওলানা গোলাম সারোয়ার  উদ্বোধনী বক্তব্য রাখেন। দারসে কুরআন পেশ করেন পৌর জামায়তে আমির শাহ আলম শাহজাহান। “সাংগঠনিক গণভিত্তি রচনার উপায়”- শীর্ষক আলোচনা পেশ করেন নকলা উপজেলা   জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম রিপোর্টিং , সাংগঠনিক পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়ন আলোচনা পেশ করেন। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও শেরপুর  জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজ রহমান। “আত্নগঠন, কর্মী গঠন ও মান উন্নয়নে দায়িত্বশীলের ভুমিকা” বিষয়ক আলোচনা পেশ করেন। বর্তমান প্রেক্ষাপটে দায়িত্বশীলদের ব্যক্তিগত ও দ্বীনি যোগ্যতা অর্জনের পাশাপাশি দাওয়াতী চরিত্র নিয়ে প্রতিটি মানুষের কর্ণ কুহরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে। আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জাতির নিকট ইসলাম ছাড়া আর অন্য কোনো আদর্শ নেই। দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণ করেন বিভিন্ন পৌরসভার  ও ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি ও বিভাগীয় দায়িত্বশীলবৃন্দ  সদস্যবৃন্দ। এ সময়  উপস্থিত ছিলেন নকলা উপজেলা  জামায়াতের অফিস সম্পাদক  মাওলানা লুৎফুর রহমান ফিরোজ , অর্থ সম্পাদক মাওলানা আনসার আলী,উপজেলা  পেশাজীবী সংগঠনের সভাপতি হযরত আলী , শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি  নবী হুসাইন, শিবির সভাপতি নূর হোসাইন  প্রমুখ।

এই বিভাগের আরোও খবর

Logo