ভোলায় বেসরকারি পর্যায়ে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা

মোঃ মাকসুদ আলম প্রকাশিত: ১৭ ডিসেম্বর , ২০২৪ ২২:১০ আপডেট: ১৭ ডিসেম্বর , ২০২৪ ১৬:২০ পিএম
ভোলায় বেসরকারি পর্যায়ে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা
ভোলায় বেসরকারি পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে করনীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ভোলায় বেসরকারি পর্যায়ের প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে করনীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং ব্যবস্থাপকদের অংশগ্রহনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিস এ সভার আয়োজন করে। ভোলার সিভিল সার্জন ডাঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সভাপতি জামাল উদ্দিন। অনুষ্ঠানের উপস্থাপনা করেন কোষাধ্যক্ষ আরিফ হোসেন লিটন। আরও বক্তব্য রাখেন, এ্যাডভোকেট মনিরুল ইসলাম, সাংবাদিক কামরুল ইসলাম ও মেজবাহ উদ্দিন শিপু। সভায় বেসরকারি হাসপাতাল, ডায়াগনষ্টিক ও ক্লিনিক পরিচালনায় সমস্যা,অগ্রগতি এবং স্বাস্থ্য সেবার মান বাড়ানোর ব্যাপারে করনীয় বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ২ শতাধিক বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মালিক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo