ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সম্মেলন কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ছে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সম্মেলন কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ছে। উক্ত সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ মাহবুবুর রহমান নাহিয়ান ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ খায়রুল কবিরের উপস্থিতিতে সন্দ্বীপ শাখার আংশিক কমিটি ঘোষনা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন মোঃ ইয়াছিন আরাফাত ভূঁইয়া, সহসভাপতি আশরাফুল আলম ও সাধারন সম্পাদক নাজমুস সাকিব আবরার। পরবর্তীতে এই ৩ জনের সমন্বয়ে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সাংঠনিক সম্পাদক : জাহেদ বিন মালেক,প্রশিক্ষণ সম্পাদক : মুহা. আরিফুল ইসলাম,দাওয়া সম্পাদক : মুহা. তানভীর হোসাইন, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক : মুহা. মাঈনুদ্দিন,প্রকাশনা ও দফতর সম্পাদক : মুহাম্মাদ আল-আমীন,অর্থ ও কল্যাণ সম্পাদক : শাহাদাত হোসেন আরমান,বিশ্ববিদ্যালয় সম্পাদক : আমিনুর রাসুল রাকিব, কওমি মাদরাসা সম্পাদক : মিনহাজ উদ্দিন মিজবাহ, আলিয়া মাদরাসা সম্পাদক : মুহা. মিনহাজ উদ্দিন, স্কুল ও কলেজ সম্পাদক : মুহা. সৈকত,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক : শাহাদাত হোসাইনকার্যনির্বাহী সদস্য : ফাহিম হোসেন আরমান। এই বিষয়ে নবগঠিত কমিটির সভাপতি ইয়াছিন আরাফাত ভূঁইয়া এর সাথে যোগাযোগের মাধ্যমে জানা যাই এই কমিটির মেয়াদকাল ১ বছর।এই ১ বছরে তারা সন্দ্বীপের ছাত্র সমাজ নিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী ছাত্র সমাজ গড়া ছাত্ররা কোথাও বৈষম্যের শিকার হলে তারা সেটার প্রতিবাদ করবেন এবং আদর্শ ছাত্র সমাজ গঠনে কাজ করবেন।