নাটোরের বড়াইগ্রামে ডাচ্ বাংলা ব্যাংক কয়েন বাজার এজেন্ট শাখার গ্রাহক সমাবেশ-২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারী) সকালে উপজেলার কয়েন বাজারস্থ ব্যাংকের এজেন্ট রাজু এন্টারপ্রাইজের আয়োজনে এ সমাবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজু এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী মোঃ রাজু আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা এজেন্ট ব্যাংক এর সিনিয়র কমপ্লায়েন্স ম্যানেজার চন্দ্র শেখর পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার এস,এমন মিজানুর রহমান, সিনিয়র সেলস্ ম্যানেজার মোঃ মিজানুর রহমান, মোঃ গোলাম কিবরিয়া সুমন, মোঃ এজাজ আহম্মেদ, মোঃ সাইদুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি সানোয়ার হোসেন সানা, নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাজেদুর রহমান, সাবেক চেয়ারম্যান নওশাদ আলী আলফু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রাজ্জাক ও মোঃ মোজাফ্ফর হোসেন , মোঃ তোরাব আলী, আমীর হোসেন, ডাঃ সাইদুর রহমান, শফিকুল ইসলাম মাষ্টার সহ সাংবাদিক, অত্র ব্যাংকের গ্রাহক ও সূধীজন। অনুষ্ঠান শেষে গ্রাহক ও সূধীজনদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথি বৃন্দরা।