ঝালকাঠি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন NCP নেতা মশিউর রহমান।
নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান বলেছেন, “হাসিনা সরকারের দুঃশাসনে দেশের মানুষ আজ অতিষ্ঠ। জুলাই মাসের গণ-অভ্যুত্থানে যে নৃশংসতা চালানো হয়েছে, তা ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।”
বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ঝালকাঠি প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আককাস সিকদার, সহসভাপতি আল আমিন তালুকদার, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, দৈনিক গাউছিয়ার সম্পাদক আলোক সাহাসহ জেলার সিনিয়র সাংবাদিকরা।
ঝালকাঠি জেলা নাগরিক পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাইনুল ইসলাম মান্না, জুবায়ের হাওলাদার, সায়ান, ওমর ফারুকসহ আরো অনেকে।
মশিউর রহমান বলেন, “দেশের মানুষ এখন পরিবর্তন চায়। নাগরিক পার্টি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত। মানুষের অধিকার, গণতন্ত্র ও সত্য প্রতিষ্ঠায় আমরা আন্দোলন চালিয়ে যাব।”
তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “আপনারাই জাতির বিবেক। সত্য তুলে ধরার জন্য আপনারা কাজ করে যাচ্ছেন, আপনাদের পাশে চায় নাগরিক পার্টি।”
সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় নেতারা ও সাংবাদিক প্রতিনিধিরা।