নাটোরের বনপাড়া-হাটিকুমরুল ও বনপাড়া-পাবনা ঈশ্বরদী মহাসড়কে চলাচল নিষিদ্ধ সিএনজি অটো-রিকসা, থ্রী-হুইলার ও অযান্ত্রিক যানবাহনের বিরুদ্ধে বনপাড়া হাইওয়ে পুলিশের নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বনপাড়া হাইওয়ে থানার উদ্যোগে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃহাবিবুর রহমান এর নেতৃত্বে সার্জেন্ট মোঃ শহীদ হোসেনসহ পুলিশের পৃথক দু’টি টিম অভিযান পরিচালনা করেন। ২৪ ও ২৫ (ফেব্রæয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত বনপাড়া হাইওয়ে পুলিশ মহাসড়কের বনপাড়া বাজার, বনপাড়া বাইপাস চত্বর, ধানাইদহ এলাকায় পৃথক অভিযান চালিয়ে সিএনজি অটো-রিকসা, থ্রী-হুইলার সহ বিভিন্ন ধরনের যানবাহন আটক করে। এ সময় আটককৃত গাড়ীগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়। বিষয়টি নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান জানান, বনপাড়া হাইওয়ে থানার আওতাধীন মহাসড়কের বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশের অভিযানে মহাসড়কে চলাচল নিষিদ্ধ সিএনজি অটো-রিকসা, ইজিবাইক সহ বিভিন্ন ধরণের গাড়ী আটক করে মামলা দায়ের সহ জরিমানা আদায় করা হয়েছে। দূর্ঘটনা এড়াতে মহাসড়কে থ্রী হুইলার বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।